তারল্য সংকটে এসআলম গ্রুপের ব্যাংকসহ অন্তত ১০টি ব্যাংক
- আপডেট সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ২১৭৬ বার পড়া হয়েছে
তারল্য সংকট কাটছে না এসআলম গ্রুপের প্রতিটি ব্যাংকসহ অন্তত ১০টি ব্যাংকে। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা। এসব ব্যাংকের এলসিও গ্রহণ করছে না আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ফলে নেতিবাচক প্রভাব পড়েছে জাতীয় অর্থনীতিতে। ব্যবসায়ী নেতারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ না করলে সংকট ঘনীভুত হবে। আর অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে ভাল ব্যাংকের সঙ্গে মার্চ অথবা টাকা দিয়ে সহায়তা না করলে অস্থিরতা কাটবে না ব্যাংকিং খাতে।
গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের এনায়েতবাজার শাখা। গেল বৃহস্পতিবার এই শাখা থেকে টাকা উত্তোলন হয়েছে সাত লাখের কিছু বেশি। বিপরীতে ওই দিনে জমা টাকার পরিমাণ ৮ হাজারের কাছাকাছি।
একই চিত্র ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক, এক্সিম ব্যাংকসহ অন্তত ১০ টি ব্যাংকের। এটিএম বুথ বন্ধ তিন মাস ধরে, চেক দিয়েও মিলছে না টাকা।
ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংকিং সেক্টরের এই দুরাবস্থার খবর দেশের গন্ডি পেরিয়ে চাউর হয়েছে বিদেশেও। ফলে দুর্বল ব্যাংকগুলোর এলসিও নিতে চাচ্ছে না আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। ফলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা তৈরী হয়েছে ব্যাংকিং খাতে।
আর অর্থনীতিবিদরা বলছেন, বিগত সরকার আমলে যেই ব্যাংকগুলো থেকে টাকা পাচার হয়েছে বলগাহীন ভাবে সেই ব্যাংকগুলোতেই লালবাতি জ্বলেছে সবার আগে। তাই যত দ্রুত সম্ভব দুর্বল ব্যাংক গুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একিভুত করা অথবা অর্থনৈতিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।
ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে সবার আগে প্রয়োজন গ্রাহকের আস্থা অর্জন। আর এর জন্য উদ্যোগী হতে হবে সরকারকে। এমনটাই বলছেন অর্থনীতিবিদরা।