প্রকাশ পেলো আরশ-তিশার ‘আহত ভালবাসার ঘ্রাণ’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
এ প্রজন্মের অভিনয়শিল্পী আরশ খান ও তাসনুভা তিশার নতুন একটি নাটক মিনারা ফিল্মের ইউটিউবে প্রকাশ হয়েছে। নাটকের নাম ‘আহত ভালবাসার ঘ্রাণ’। সিফাত হোসেনের রচনা, চিত্রনাট্য ও সংলাপে এই নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রাসেল।
মাতৃভূমি হার্ট কেয়ার নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন জীশান সুলতানুজ জামান। এই নাটকে আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন বাসার বাপ্পি, শম্পা নিজাম, মিলি মুন্সি, রুবাইয়া আরফিন সহ আরও অনেকে।
এ প্রসঙ্গে নির্মাতা এম এইচ রাসেল বলেন, ‘আহত ভালবাসার ঘ্রাণ’ নাটকটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি, নাটকটা খুবই ভালো যাবে। নাটকটির গল্প অনেক সুন্দর।’