কুমিল্লায় মাদকের সাম্রাজ্য বানিয়ে ৭ ভাইয়ের আঙুল ফুলে কলা গাছ
- আপডেট সময় : ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় মাদকের রাজত্ব কায়েম করেছে ৭ ভাই। দিনের পর দিন প্রসারিত হচ্ছে তাদের সাম্রাজ্য। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও তাদের এই রাজত্বের অংশীদার। এই বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের আশ্রয়দাতা চেয়ারম্যানের কাছে লাঞ্চিত হন এসএটিভির সাংবাদিক। এলাকাবাসীর দাবি তাদের কারণে এলাকায় অপকর্ম বাড়ছে, নষ্ট হচ্ছে তরুণ সমাজ। তবে মাদক নির্মূলে দিনরাত কাজ করছেন বলে দাবী প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের।
কোন এক অদৃশ্য শক্তির জোড়ে দিন দিন নিজেদের রাজত্ব ধরে রাখতে মরিয়া কুমিল্লা ব্রাক্ষ্মনপাড়া উপজেলার বাগড়া গঙ্গা নগর এলাকার উজ্জলসহ তার ছয় ভাই। এক সময় দিন এনে দিনে খাওয়া পরিবারটির আলিশান বাড়ি, দামি গাড়ি। সবারই জানা মাদক ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। সমান তালে বেড়েছে তাদের অপরাধমুলক কর্মকাণ্ড। এতে অতিষ্ঠ এলাকাবাসী।
বিগত দিনে ৪নম্বর শশীদল ইউনিয়নের আওয়ামীপন্থী চেয়ারম্যান আতিকুল রহমান রিয়াদের আশ্রয়ে প্রশাসনকে ম্যানেজ করে চালানো হয় অপকর্ম যা এলাকর সবার জানা। কেউ প্রতিবাদ করলেই বিভিন্ন থানায় মামলা দিয়ে প্রশাসনকে টাকা দিয়ে গ্রেফতার করানোর ঘটনাও ঘটেছে। অভিযোগ আছে, চেয়ারম্যান আতিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে প্রতিদিনই আয়োজন হতো জলশার।
এবিষয়ে তাদের আশ্রয়দাতা ইউপি চেয়ারম্যান আতিকের বক্তব্য চাইতে গেলে এসএটিভির জেলা প্রতিনিধিকে লাঞ্চিত ও হেনস্তা করেন চেয়ারম্যান আতিক।
মাদক কারবারের ছবি তোলার কারণে মাদক ব্যবসায়ীরা ক্যামেরাও কেড়ে নেয়, এমনকি নির্যাতনও করে।
বিষয়টি নিয়ে জেলা পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা জানায়, কুমিল্লায় মাদক ব্যাবসায়ীদের কোন-ছাড় দেয়া হবে-না।
মাদক নির্মূলে প্রশাসন ও সাধারণ নাগরিক সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান স্থানীয়দের।