চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক
- আপডেট সময় : ০৫:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
কথায় আছে ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’। কিন্তু দীর্ঘ এক যুগ সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সুন্দরবন যাওয়ার অন্যতম সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক। খানা-খন্দে ভরা সড়কটির ৬২ কিলোমিটার জুড়ে সীমাহীন দুর্ভোগে পড়ছেন লাখো মানুষ। সংস্কারের দাবি জানান,বাস চালক ও স্থানীয়রা। আর জেলা প্রশাসক ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, টেন্ডারের সকল প্রস্তুতি শেষ, অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়কের ১৬টি স্থানে রয়েছে ইটের সোলিং। সৃষ্টি হয়েছে ছোট-বড় হাজারও গর্ত। ২৩ সালের ৯ নভেম্বর সাতক্ষীরা-সখিপুর-কালিগঞ্জ ও শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কটি একনেকে ৮২২ কোটি ৪৪ লাখ টাকার অনুমোদন পায়। কিন্তু এখনো ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে সড়ক মন্ত্রণালয়ে। পথচারীরা বলছেন,চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দাসহ এ সড়কে চলাচলকারীরা।
টেন্ডারের সকল প্রস্তুতি সম্পন্ন, অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জানান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আর দ্রুত কাজ শুরু করার কথা জানান জেলা প্রশাসক।
সাতক্ষীরা-কালিগঞ্জ-শ্যামনগর-ভেটখালী পর্যন্ত ৬টি প্যাকেজে ৬২ কিলোমিটার সড়কের মূল কাজে ৬৯৫ কোটি,জমি অধিগ্রহনে ৯২ কোটি, আনুসাঙ্গিক কাজে ২৩ কোটি,বনায়নে ১ কোটি ১৭ লাখ টাকা ব্যায় ধরা হয়েছে।