জেসিআই ঢাকা প্লাটিনামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ১৫১৮ বার পড়া হয়েছে
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা প্লাটিনামের ৪র্থ জিএমএম এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাজধানী ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক জোনের এসকোট প্যালেসে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট কাজী ফাহাদ এবং ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফী আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা প্লাটিনামের ২০২৪ লোকাল প্রেসিডেন্ট শামিমা নাসরিন শম্পা, ২০২৫ লোকাল প্রেসিডেন্ট কাওসার হাবিব সাগরসহ অন্যরা।
মূলত দেশব্যাপী বিস্তৃত এ নেটওয়ার্কের মাধ্যমে জেসিআই আর্থ-সামাজিক উন্নয়ন ও নেতৃত্ব উন্নয়নের অংশ হিসেবে অসংখ্য কার্যক্রম হাতে নেয়। এবং প্রতিবছর নতুন নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে তারা। জেসিআই ঢাকা প্লাটিনাম গত একবছর ব্যাপী অসংখ্য প্রশংসনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে অন্য রকম নজির সৃষ্টি করেছে।
সোমবার পূর্ববর্তী কমিটি তাদের কার্যক্রমের বার্ষিক হিসাব দাখিল এবং কার্যক্রম তুলে ধরেন উপস্থিত অতিথিদের সামনে। এরপর অনুষ্ঠিত হয় বার্ষিক নির্বাচন। এর মাধ্যমে তাদের নতুন বছরের কমিটি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করে। কমিটিতে ২০২৫ এর লোকাল প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে কাওসার হাবিব সাগর।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে এস এম মেজবা উল হক। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন হামিদুজ্জামান আখন্দ সোহাগ, রোকোনুজ্জামান। এছাড়া সেক্রেটারি জেনারেল, ট্রেজারার ও অন্যান্য ডিরেক্টররাও শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লাখের বেশি। বাংলাদেশে জেসিআইয়ের প্রায় ৪৫টি লোকাল চ্যাপ্টার কাজ করছে যার মধ্যে জেসিআই ঢাকা প্লাটিনাম অন্যতম।