বনানী ১১-তে ব্লুচিজের ফ্ল্যাগশিপ আউটলেট
- আপডেট সময় : ০৪:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ব্লুচিজ এবার রাজধানী বনানী ১১-তে তাদের ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। গত ১১ জানুয়ারি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির নতুন আউটলেট উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, খ্যাতনামা ফ্যাশন মডেল, স্টাইলিস্ট, ফটোগ্রাফার ও ফ্যাশন জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। অতিথিরা ব্লুচিজের নতুন কালেকশন ঘুরে দেখেছেন, যেখানে তুলে ধরা হয়েছে সৌন্দর্য ও আধুনিক ট্রেন্ডের অসাধারণ মিশ্রণ।
এ আউটলেটের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এর বেলওয়ারি কর্নার। এতে রয়েছে জমকালো জামদানি শাড়ির অনবদ্য কালেকশন। এই সেগমেন্টে মিলবে বাংলার চিরন্তন শিল্প, যেখানে ঐতিহ্যবাহী কারুকাজের সঙ্গে আধুনিকতার এক অনন্য মিশ্রণ তুলে ধরা হয়েছে।
ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, ‘এই ফ্ল্যাগশিপ আউটলেট আমাদের স্বকীয়তা ও সৌন্দর্যের প্রতি অঙ্গীকারের প্রতিচ্ছবি। ব্লুচিজ কেবল একটি ব্র্যান্ড নয়; এটি একটি রেভ্যুলেশন। আমরা বিশ্বাস করি, এই ব্র্যান্ড মানুষকে তাদের নিজস্ব পরিচয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে অনুপ্রাণিত করবে। আমাদের স্লোগান ‘কমফর্টেবলি ইউ’ সেই প্রতিশ্রুতিরই প্রতীক।’
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লুচিজের কো- ফাউন্ডার সিমিন জামান ও চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আউটলেটের নতুন কালেকশনের প্রতি আগ্রহ প্রকাশ করেন। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়, যা ব্র্যান্ডটির জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে ওঠে।