নারী নেতৃত্বকে অনুপ্রাণিত করলেন নাহারিন চৌধুরী

- আপডেট সময় : ০৫:০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে ‘নারী নেতৃত্ব: কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক একটি উজ্জীবিত বক্তব্য প্রদান করেন জুজুবি বাংলাদেশের সিইও এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষক নাহারিন চৌধুরী।
ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে নাহারিন চৌধুরী নারীদের নেতৃত্বের পথে প্রধান চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন, যার মধ্যে জেন্ডার বৈষম্য, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য, এবং পুরুষ-প্রধান শিল্পে যোগ্যতা প্রমাণের চাপ অন্যতম। তিনি বলেন, ‘নেতৃত্ব মানে দৃষ্টিভঙ্গি ও সংকল্প, জেন্ডার নয় এবং তরুণ নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসটা জরুরি।’
অনুষ্ঠানে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকরা কর্মজীবনে উন্নতি এবং কর্মক্ষেত্রে বৈষম্য কাটিয়ে ওঠার কৌশল সম্পর্কে তাঁর পরামর্শ চান। নাহারিন চৌধুরী আত্মপ্রতিষ্ঠা, দর-কষাকষির দক্ষতা এবং পরামর্শদাতার সহায়তা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ প্রসঙ্গে নাহারিন চৌধুরী বলেন, ‘সচেতনতা তৈরি করাই বাস্তব পরিবর্তনের প্রথম ধাপ। পাশাপাশি, প্রতিষ্ঠানগুলোকে এমন অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান, যেখানে প্রতিভাকে জেন্ডার নয়, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।’
এই অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর বক্তব্য ও অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। নাহারিন চৌধুরী বাংলাদেশে ভবিষ্যৎ নারী নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং আত্মবিশ্বাসী ও দক্ষ নারীদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছেন।