১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিলো
- আপডেট সময় : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শুধু খুনী নন, ১৫ আগস্টের খুনীদের রক্ষাও করেছিলেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপিও খুনিদের দল। আদালতেই তা প্রমাণিত। খালেদা জিয়াও সেই ধারা ধরে রেখেছিলো। মানুষকে উন্নত জীবন দিতে কাজ করে যাওয়ার কথা জানান সরকার প্রধান।
আগস্ট ! বাঙালি জাতির শোকাবহ এক মাসের নাম। যে মাসে বাঙালী হারিয়েছিল জাতির পিতাকে। সেই শোক দিবসের আলোচনায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনের স্মরণ করতে যেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। জিয়াউর রহমানকে খুনী হিসেবে উল্লেখ করে বিএনপিকে খুনিদের দল হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।
জিয়া গুম-খুনের সংস্কৃতি চালু করে যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করেছিলো; সেই ধারা খালেদা জিয়াও ধরে রেখেছিলো বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশকে ব্যর্থ করতেই পঁচাত্তর পরবর্তীতে ঘাতকরা পাকিস্তানের চক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলো জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আর যাতে হায়েনারা দেশ পরিচালনায় ফিরে আসতে না পারে, সেদিকে সর্তক থাকতে দেশবাসির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।