জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করলো নিউজিল্যান্ড
- আপডেট সময় : ১১:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করলো নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে কিউইরা।
পাল্লেকেলেতে টস জয়ী শ্রীলঙ্কা আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও শেষদিকে সেই ছন্দটা ছিলোনা। ঝড়ো ইনিংস খেলেন শুধুমাত্র ওপেনার কুশাল মেন্ডিস। আর বাকি ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেয়নি নিউজিল্যান্ডের বোলাররা। ৫৩ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন মেন্ডিস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস ছিলো ডিকভেলার। শেষ পর্যন্ত চার উইকেটে ১৭৪ রান তুলে নিউজিল্যান্ড। বোলিংয়ে লঙ্কানদের শুরুটা ছিলো আশা জাগানো। ৩৯ রান তুলতেই তিন উইকেট হারায় কিউইরা। তবে গ্রান্ডহোম এবং টেইলর জুটির নান্দনিক ব্যাটিং হতাশ করে শ্রীলঙ্কাকে। গ্রান্ডহোম ৪৪ আর টেইলর করেন ৪৮ রান। শেষ পর্যন্ত তিন বল হাতে রেখে রোমাঞ্চকর জয় পায় নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন কিউইরা।