সরকারি কোষাগারে জমা প্রদান আইন ২০১৯-এর খসড়ার অনুমোদন
- আপডেট সময় : ০৮:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬৫০ বার পড়া হয়েছে
স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন ২০১৯-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এই আইন পাস হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিচালনা ব্যয় মিটিয়ে অবশিষ্ট টাকা অর্থ মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এরকম ৬৮টি প্রতিষ্ঠানের নামও এরই মধ্যে তালিকাভুক্ত করেছে সরকার। আইনটি পাশ হলে, প্রতিষ্ঠানগুলোতে জমা থাকা ২ লাখ ১২ হাজার কোটি টাকা সরকারের উন্নয়ন প্রকল্পে খরচ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০১৯-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। হরতাল, ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমাসহ যে কোনো জরুরি পরিস্থিতিতে বিআরটিসি বাসের বিশেষ সার্ভিস দেয়ার বিধান রাখা হয়েছে। একই সাথে এসব বাসের চালক ও হেলপার সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবে। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।