চার বছর ধরে একা হয়ে পড়েছে চট্টগ্রাম বিএনপি
- আপডেট সময় : ০১:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চার বছর ধরে চট্টগ্রাম বিএনপির কর্মসুচীতে ২০ দলীয় জোটের শরীকদের দেখা মিলছে না। নির্বাচনের পর থেকে ঐক্যফ্রন্টের সাথেও তৈরী হয়েছে দুরত্ব। সব মিলিয়ে খাতা কলমে দুই ডজন দলের নেতৃত্ব দেয়া দলটি বাস্তবে একা হয়ে পড়েছে। ঐক্যফ্রন্টের নেতারা বিএনপির সঙ্গে দুরত্বের কথা স্বীকার করলেও অস্বীকার করেছে বিএনপি। তাদের দাবি, জোট ও ফ্রন্টের ঐক্য এখনো অটুট আছে। সময় হলেই একমঞ্চে এসে সরকার পতনের আন্দোলন করবেন তারা।
সবশেষ ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কর্মসুচীতে অংশ নেয় ২০ দলীয় জোটের দ্বিতীয় বৃহত্তম শরীক জামায়াতে ইসলাম। কর্মসুচীতে যোগ দিয়েই দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পরে।
এরপর চার বছরে প্রকাশ্যে কোন কর্মসুচীতে অংশ নেয়নি জামায়াত। ঘরোয়া বৈঠকগুলোতেও জামায়াতসহ অধিকাংশ শরিক দলের নেতাদেরই দেখা যায়নি। যদিও সবার সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ আছে বলে দাবি নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ।
২০ দলীয় জোটে জামায়াতের অবস্থানসহ নানান ইস্যুতে বিএনপির সঙ্গে দুরত্ব বাড়ার কথা স্বীকার করলেন ঐক্যফ্রন্টের এই শীর্ষনেতা।
কৌশলগত কারণেই এই অবস্থান নিয়েছে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট। সময় হলে আবার সবাই একসঙ্গে গণতন্ত্র উদ্ধারে নামবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।