বিএনপি অস্তিত্ব সংকটে ভুগছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বিএনপি অস্তিত্ব সংকটে ভুগছে। আগামীতে নিজেদের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পেয়ে আবোল-তাবোল বলতে শুরু করেছে। এমন মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁতী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় এমন মন্তব্য করেন তিনি। জিয়া ১৫ আগস্ট আর তারেক রহমান ২১ আগস্টের মাস্টার মাইন্ড দাবি করে তিনি বলেন, লন্ডনে বসে তারেক দেশ নিয়ে ষড়যন্ত্রের রাজনীতি করছে। তিনি বলেন, ইতিহাস সাক্ষী রয়েছে, বেঈমান ও ঘাতকদের অপমৃত্যু ঘটে। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ছবি দিয়ে রাজনীতির দোকান না খোলার আহ্বান জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।