চুয়াডাঙ্গায় রেলওয়ের একশ’ একর জমি বেদখল হয়ে গেছে

- আপডেট সময় : ১২:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৬৫০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় রেলওয়ের একশ’ একর জমি বেদখল হয়ে গেছে। বেদখলকৃত জমিতে গড়ে তোলা হয়েছে দোকান ঘর, বসত বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ইমারত। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় ও রেলের অসাধু কিছু কর্মচারীর যোগসাজসে এসব সম্পত্তি বেদখল হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, অচিরেই এসব বেদখলকৃত জমি উদ্ধারে অভিযান শুরু হবে।
কলকাতার সাথে চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধায় ১৮৬২ সালে বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপন করা হয়। এটি ছিলো চুয়াডাঙ্গা দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। বর্তমানে চুয়াডাঙ্গা জেলার অধীনে চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, দর্শনা আন্তজার্তিক, উথলী, আনছারবাড়ীয়াসহ ৯টি স্টেশন রয়েছে। এর আওতায় রয়েছে ১হাজার ৭৬ একর জমি। এর মধ্যে কিছু জমি লিজকৃত রয়েছে। এর বাইরে প্রায় ১শ একর জমি বেদখল হয়ে গেছে। ভূমি দস্যুরা গড়ে তুলছে বসত বাড়ি, দোকান, ক্লাব, স্কুল, জলাশয়সহ নানা স্থাপনা। রাজনৈতিক ছত্রছায়া ও রেলের কিছু আসাধু কর্মকর্তাদের যোগসাজসে জমি দখলের উৎসব চলছে।
রেলের বেদখল হওয়া বেশিরভাগ স্থানে গড়ে উঠেছে মাদকের আখড়া।
রেলের জমি উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানান সহকারী স্টেশন মাস্টার।