নড়াইলের অন্তত চার কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন
- আপডেট সময় : ১২:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৬১২ বার পড়া হয়েছে
নদীতে প্রবলস্রোতের কারনে নড়াইলের নবগঙ্গা ও মধুমতি নদীর বিভিন্ন পয়েন্টে অন্তত চার কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হারিয়ে গেছে এসব এলাকার বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গাছপালা ফসলি জমি। পানি উন্নয়নবোর্ড বলছে, ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মধুমতি নদীর প্রবল স্রোতে লোহাগড়া উপজেলার শিয়েরবর, মাকড়াইল, আমডাঙ্গা, তেতুলিয়া, মল্লিকপুর, মঙ্গলপুর, লংকারচর, চাপুলিয়াসহ বিভিন্ন পয়েন্ট এবং নবগঙ্গা নদীর স্রোতে কালিয়া উপজেলার শুক্তগ্রাম, নোয়াগ্রাম, উথলী, যোগানিয়াসহ বেশ কয়েকটি পয়েন্টে অন্তত চার কিলোমিটার এলাকা ভাঙ্গনের কবলে পড়েছে। এতে ফসলি জমি, গাছপালা, বসতবাড়ি, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীণ হয়ে গেছে। এখন মানবেতর জীবন যাপন করছে শত শত মানুষ।
ভাঙ্গন কবলিত এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্তকর্তারা পরিদর্শন করেছেন।
ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।