ফেনীতে সয়লাব হয়ে পড়েছে মানহীন ও ভেজাল ঔষুধ
- আপডেট সময় : ১০:১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / ১৬১০ বার পড়া হয়েছে
ফেনীতে সয়লাব হয়ে পড়েছে মানহীন ও ভেজাল ঔষুধ। স্থানীয়দের দাবী, ঔষধ প্রশাসনের সামনে এসব বিক্রি হলেও নেই জোরদার তদারকি।আর ব্যবসায়ীরা জানান,বিভিন্ন উপঢৌকন নিয়ে চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লিখছেন অনেক ভুয়া ঔষুধের নাম। তাই তারাও বিক্রয় করছেন এগুলো।তবে চিকিৎসকরা বলছেন,ফার্মেসি ও গ্রাম্য হাতুড়ে ডাক্তাররা বেশী লাভের আশায় রোগীদের কাছে ভুইফড় ঔষধ বিক্রি করে হাতিয়ে নিচ্ছে প্রচুর টাকা। ফলে রোগীরা পড়ছেন ভয়াবহ স্থাস্থ্যক্ষতিতে।
ফেনী জেলার ৬টি উপজেলায় বৈধ-অবৈধ প্রায় ১৬ হাজার ছোট-বড় ওষুধের দোকান রয়েছে। এসব দোকানের অধিকাংশগুলোতেই নামিদামি ব্র্যান্ডের হুবহু নকল ওষুধ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে রোগীরা প্রতারিত হচ্ছেন, মুক্তি পাচ্ছেন না রোগ থেকে। বরং প্রাণ বাচানোই মুশকিল হয়ে পড়েছে । আর এজন্য ওষুধ ব্যবসায়ীরা সুবিধাভোগী চিকিৎসকদের প্রেসক্রিপশনকেই দায়ী করছেন। তারা জানান, প্রথম সারির কোম্পানির ওষুধও নকল হয়ে বাজারজাত হচ্ছে হরহামেশা।
পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টরাই প্রেসক্রিপশনে দিচ্ছেন এসব ওষুধ, জানান এই মেডিসিন বিশেষজ্ঞ। এদিকে, জেলা ঔষধ প্রশাসন এসব তদারকির দায়িত্বে থাকলেও তাদের রয়েছে জনবল ও পরিবহন সংকট। তারপর্ও নিয়মিত মনিটরিং চলছে জানান এই কর্মকর্তা। ডাক্তারদের চেম্বার থেকে রোগী বের হওয়া মাত্র প্রেসক্রিপশনের ছবি তোলেন বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। আর তারাই বিভিন্ন সুবিধা দিয়ে প্রচার বাড়ায় এসব ওষুধের। তাই এর প্রতিকার চায় স্থানীয়রা।