হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন
- আপডেট সময় : ০৮:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। সোমবার সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সব রাগ বিরাগের উর্ধ্বে থেকে সংবিধান অনুসারে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার শপথ নেন সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিরা। তবে নবনিযুক্ত বিচারপতিদের নিয়োগ নিয়ে দেয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সভাপতি এএম আমিনউদ্দিন।
সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে শুরু হয় সদ্য নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের বিচারপতিদের শপথ অনুষ্ঠান।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে একে একে শপথ নেন ৯ অতিরিক্ত বিচারপতি। এর মধ্যে চারজন জেলা জজ, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুইজন আইনজীবী। এসময় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
বিচারপতিদের ওই শপথের কিছুক্ষণ পরই এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ভিন্নমত তুলে ধরেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং সম্পাদক।
সমিতির সম্পাদক একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলেই এমন অভিযোগ করছেন বলেও মত দেন আইনজীবী সমিতির সভাপতি।