মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২ আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২ আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১ আরোহী।
গেণরাত ১২টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গী এলাকার কুষ্টিয়ার-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কল্যাণপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে মোহাম্মদ জিয়ার ও বড় মাঝগ্রামের কেরামত সরদারের ছেলে মোহাম্মদ হাসান। পুলিশ জানায়, দুর্ঘটনায় হতাহতরা একটি মোটরসাইকেলে তিনজন উপজেলার বাহাদুরপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে সেখানেই জিয়া মারা যায়। এ সময় চালক হাসান পুকুরে নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।