‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’
- আপডেট সময় : ১০:৫৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সচেতনতামুলক এ রেলি অনুষ্ঠিত হয়।২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ রেলি আয়োজন করা হয়। রেলিটি মানিকমিয়া সড়ক প্রদক্ষিণ করে আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে সমাপ্ত হয়। এতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, নিরাপদ সড়ক চাই আন্দোলন, বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। এসময়, সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে সকলকেই সড়কে অত্যন্ত সচেতন ভাবে চলার আহাবান জানান শোভাযাত্রায় অংশ গ্রহণকারীরা। মালিক পরিবহন সমিতি, শ্রমিক পরিবহন সমিতি ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথাযথ ভাবে দায়িত্ব পালন করার প্রতিও আহবান জানান তারা।