বিষাক্ত রাসায়নিক বর্জ্যমিশ্রিত পানি চারদিকে ছড়িয়ে পড়ার অভিযোগ
- আপডেট সময় : ১১:০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
কুমিল্লা ইপিজেডের শিল্প-কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যমিশ্রিত পানি চারদিকে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। বিষাক্ত বর্জ্য সদর দক্ষিণ উপজেলার ডাকাতিয়া ও সোনাইছড়ি খালসহ আশপাশের খাল বিলে গিয়ে পড়ছে। ফলে জলজ প্রাণীসহ ১২টি গ্রামের মানুষ এবং কয়েক হাজার কৃষি জমির ফসল মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এছাড়া দুর্গন্ধ আর দূষিত পানির কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
কুমিল্লা ইপিজেডে ২৩৯টি শিল্প প্লট রয়েছে। ২০১৫ সালের কারখানাগুলোর উৎপাদিত পণ্যের রাসায়নিক বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা হলেও যথাযথ কেমিকেল ব্যবহার করে পানি পরিশোধন করা হয় না। আর এই কালো রঙের বিষাক্ত পানি নগরীর দিশাবন্ধ এবং কাজীপাড়াসহ সদর দক্ষিণ উপজেলার অন্তত ৩০টি গ্রামের খাল-বিল ও ড্রেনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
ইপিজেডের কারখানাগুলোর বর্জ্য মিশ্রিত বিষাক্ত পানির কারণে মাছ, ফসলী জমি এবং জীব বৈচিত্রের ওপর প্রভাব পড়াসহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকার মানুষ।
কুমিল্লা ইপিজেডের শিল্প বর্জ্যর কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েক লাখ মানুষ। এসব সমস্য সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন বলছেন স্থানীয়রা।