কেমিক্যাল টেস্ট ইউনিট স্থাপনের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে আরো ২ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
মানবদেহের জন্য ক্ষতিকর– কেমিক্যালযুক্ত ফল আমদানি রোধে দেশের স্থল ও সমুদ্র বন্দরগুলোতে কেমিক্যাল টেস্ট ইউনিট স্থাপনের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে আরো ২ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে একটি প্রতিবেদন দাখিল হলেও আদালত সেটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে। আদালত উল্লেখ করে, সব বন্দরে টেস্টিং ইউনিট স্থাপনে ব্যর্থ হলে, শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়ে ফল আমদানির আদেশ দেয়া হবে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন, ২০১০ সালে ফলে অবৈধভাবে কেমিক্যালের ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করে। ২০১২ সালে ফলমুলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার বন্ধে ৫ দফা নির্দেশনা দিয়ে রায় দেয় উচ্চ আদালত ৷ যার মধ্যে বন্দরগুলোতে কেমিকেল টেস্টিং ইউনিট স্থাপনের নির্দেশনাও ছিল।