বেদখল হয়ে যাচ্ছে নেত্রকোনার শত শত একর রেলের জায়গা
- আপডেট সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বেদখল হয়ে যাচ্ছে নেত্রকোনার শত শত একর রেলের জায়গা। অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট, ঘরবাড়ীসহ বিভিন্ন স্থাপনা। জায়গা উদ্ধারে মামলা করেও কোন ফায়দা হচ্ছেনা। প্রভাবশালীদের দৌড়াত্বে অনেকটাই নির্বিকার কর্তৃপক্ষ। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন নেত্রকোনাবাসী।
নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে মোহনগঞ্জ এবং জারিয়া দুটি রেলপথ রয়েছে। বর্তমানে অধিকাংশ যাত্রী রেলপথে যাতায়াত করে। তবে জেলার বিভিন্ন স্টেশন এলাকায় বেদখল হয়ে যাচ্ছে রেলের জায়গা। অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাঠ, ঘরবাড়ীসহ বিভিন্ন স্থাপনা।
এদিকে, পূর্বধলায় প্রভাবশালী একটি মহল রেলের জায়গা নামে মাত্র লিজ নিয়ে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
দখলদাররা বলছেন, অনেক আগে থেকেই লীজ নিয়ে স্থাপনা তৈরী করা হয়েছে। তবে ১২৮ একর রেলের জায়গায় ৭শত ৩৫ ফুট ছাড়া সব অবৈধ, জানালেন পুর্বধলা স্টেশন মাস্টার। মামলা করেও জায়গা উদ্ধার করতে পারছে না রেল কর্তৃপক্ষ, জানালেন এই কর্মকর্তা। রেলের উন্নয়নে প্রভাশালীদের হাত থেকে অবৈধ স্থাপনা উদ্ধার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ।