ইলিশ ধরায় পাবনা ও ঝালকাঠিতে ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় পাবনা ও ঝালকাঠিতে ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ইলিশ মাছ ও কারেন্টের জাল।
পাবনার সুজানগর ও আমিনপুরে পদ্মা ও যমুনা নদীতে পুলিশ অভিযান চালিয়ে ৮ জন জেলেকে আটক করে।সুজানগর সার্কেল পুলিশ জানান, মা ইলিশ শিকারের দায়ে গেল রাত থেকে সকাল পর্যন্ত সুজানগর ও আমিনপুরে পদ্মা ও যমুনা নদীর কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে ৮জন জেলেকে আটক করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। নদী থেকে এক মণ ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।