টাঙ্গাইলে পৌলি সেতুর ২০ মিটার এলাকা ধসে নদীতে বিলীন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে কালিহাতী উপজেলার পৌলি নদীর উপর নির্মিত পৌলি সেতুর ২০ মিটার এলাকা ধসে নদীতে বিলীন হয়ে গেছে।
এছাড়া ৫০ মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন। ইতোমধ্যে ভাঙন ঠেকাতে কাজ শুরু করেছে মহাসড়কের চার লেন উন্নতিকরণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনকো লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রকৌশলী মোহাম্মদ আলীম জানান, বৃহস্পতিবার থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের পৌলি সেতুর পূর্ব পাড়ে এপ্রোচ অংশে ৫০ মিটার এলাকায় ভাঙন দেখা দেয়। তবে সকাল থেকে ভাঙন ঠেকাতে কাজ করা হয়েছে। বৃষ্টির কারণে ভাঙন রোধে কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।