বিড়ি ফ্যাক্টরীগুলোত অবাধে ব্যবহার হচ্ছে নকল ও জাল ব্যান্ডরোল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বগুড়ায় বিড়ি ফ্যাক্টরীগুলোত কোন রাখ-ঢাক ছাড়াই অবাধে ব্যবহার হচ্ছে নকল ও জাল ব্যান্ডরোল। শুধু তাই নয়, কোন কোন কোম্পানী ব্যান্ডরোল ছাড়াই বাজারে ছাড়ছে বিড়ির প্যাকেট। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
ছোট বড় মিলে প্রায় ৫০টি কারখানায় তৈরি হচ্ছে বিড়ি। প্রতিটি প্যাকেটে কর পরিশোধে ব্যান্ডরোল ব্যবহারের সরকারী নিয়ম থাকলেও তা মানছে না কারখানা মালিকরা। প্যাকেটের গায়ে লাগাচ্ছে জাল, নকল কিংবা ছেঁড়া ফাটা ব্যবহৃত ব্যান্ডরোল।
কাস্টমস অনুমোদন ছাড়াই অনেকে বিভিন্ন নামে বাজারে ছাড়ছে বিড়ি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।
শিগগিরই রাজস্ব ফাঁকির বিরুদ্ধে অভিযান চালানো হবে জানালেন কাস্টমস’র এই কর্মকরতা।
গেল বছর সরিফ বিড়ি, কবির বিড়ি, আমেনা বিড়ি এবং জয়নাল বিড়িসহ পাঁচটি বিড়ি কারখানার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা করা হয়েছে।