আলাদা সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ ও ময়মনসিংহের নান্দাইলে ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ ও ময়মনসিংহের নান্দাইলে ৩ জন নিহত হয়েছে।
ঝিনাইদহে ট্রাক চাপায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের শহরের তাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাতে মোটর সাইকেল যোগে হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরে আসছিলেন সদর উপজেলার চুটলিয়া গ্রামের হাসানুজ্জামান ও রাশেদুল ইসলাম।পথে তাজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাসানুজ্জামানের মৃত্যু হয়।গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন।এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে বাস চাপায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছে।গেলো রাতে, উপজেলার নান্দাইল মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।