এসএ পরিবহনের কর্মকর্তা-কর্মচারীকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান
- আপডেট সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
গ্রাহক সেবার মান বৃদ্ধি ও সন্তুষ্টি অর্জনে এসএ পরিবহনের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। বিকেলে ঢাকার কাকরাইলে এসএ পয়েন্টের কনফারেন্স রুমে এসএ পরিবহনের সব বিভাগীয় ও শাখা কর্মকর্তাদের সাথে বার্ষিক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত এসএ পরিবহন জরুরি ডাক ও পার্সেল সরবরাহের মাধ্যমে গ্রাহক সেবায় যে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে তা ধরে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সালাহউদ্দিন আহমেদ। এর আগে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ব্রাঞ্চ ম্যানেজারদের বিভিন্ন সমস্যার সমাধান দেন তিনি। এসময় সব প্রতিকূলতা ও সমস্যা কাটিয়ে উঠতে গ্রুপের কর্মকর্তা-কর্মচারিদের নানা দিক নির্দেশনাও প্রদান করেন সালাহউদ্দিন আহমেদ।