ধানমণ্ডির ১২তলা আবাসিক ভবনের অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ঢাকার ধানমণ্ডি ঈদগাহ মাঠের পাশে ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
ধানমন্ডির ৬ নম্বর সড়কের ১২তলা সাউথ ব্রীজ এপার্টমেন্টে হঠাৎ ধোঁয়া দেখে শুরু হয় ছোটাছুটি। ভবনের তৃতীয় তলায় দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।
এ সময় ভবন থেকে হুড়োহুড়ি করে নামার সময় প্রবল ধোয়ায় শ্বাসকষ্টে আহত হন এক নারী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবনের মালিকের দাবি, নিয়ন্ত্রনের সব ধরণের ব্যবস্থা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়েছে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ডাইনিং রুমের বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সুত্রপাত।
শিশুসহ আহত তিনজনকে উদ্ধার করা হয়েছে। দু’জন বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।