ইতিহাসে প্রথমবারের মতো মাত্র ৯ মাসের এক শিশু রিট করেছে হাইকোর্টে
- আপডেট সময় : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নিজের অধিকার সুরক্ষিত করতে, দেশের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো মাত্র ৯ মাসের এক শিশু রিট করেছে হাইকোর্টে। রিটের শুনানিতে আইনজীবীর মাধ্যমে শিশুটি দাবী করে, বিমান বন্দর, বাস টার্মিনালসহ দেশের জনসমাগমপূর্ণ সব স্থানে নিরাপদে মাতৃদুগ্ধ পানের জায়গা দিতে হবে। শুনানিশেষে শিশু সাদের দাবীর পক্ষে রুল জারি করে হাইকোর্ট। রুলে জনসমাগমপূর্ণ স্থানগুলোতে ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চায় উচ্চ আদালত।
৯ মাসের ছোট্ট শিশু– উমায়ের বিন সাদী। মা-বাবার সঙ্গে আসে উচ্চ আদালতে। সাদীর মায়ের অভিযোগ, সম্প্রতি কক্সবাজারে যাবার পথে প্রায় ৫ ঘন্টা যাত্রা বিলম্বের শিকার হয় তার পরিবার। এসময় তার সন্তানের খাবার সময় হলেও ছিল না কোন ব্রেস্ট ফিডিং সেন্টার। কর্মক্ষেত্র, হাসপাতাল, বাস টার্মিনালসহ দেশের প্রতিটি জনসমাগমপূর্ণ এলাকায় প্রতিনিয়ত এভাবেই ভোগান্তির শিকার সাদীর মতো অসংখ্য শিশু। তাই মাতৃদুগ্ধ পানে নিরাপদ স্থান প্রতিষ্ঠার দাবীতে বাবার অনুমোদন নিয়ে হাইকোর্টে রিট করে সাদী ও তার মা।
শুনানি শেষে মন্ত্রীপরিষদ সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ৭টি পক্ষের বিরুদ্ধে রুল জারি করে উচ্চ আদালত।
নিরাপদে মাতৃদুগ্ধ পানের জন্য সুপ্রিমকোর্টেও নেই আলাদা কোন ব্যবস্থা– বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের উদ্যোগী হবার সময় হয়েছে বলেও জানান, আইনজীবীরা।