বিয়ে সাজানো মালের গোডাউনে অগ্নিকাণ্ডে কর্মচারী সুমন দাস মারা গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহে একটি বিয়ে সাজানো মালের গোডাউনে অগ্নিকাণ্ডে কর্মচারী সুমন দাস মারা গেছে।
সকাল ৭ টার দিকে নগরীর আমপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার ২ ঘণ্টা পর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে উদ্ধার অভিযানে গোডাউনের পাশের কক্ষ থেকে সুমন দাসের মরদেহ উদ্ধার করা হয়। রাতে ঘুমিয়ে থাকলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তার। অগ্নিকাণ্ডে ওই গোডাউনের সব মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।