উত্তাল গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ১৬১১ বার পড়া হয়েছে
উত্তাল গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি।
মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট মিশেল আউনের প্রাসাদে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে টেলিভিশনে দেওয়া ভাষণে সাদ হারিরি বলেন, দেশে অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় রাজনীতিবিদদের দায়িত্ব দেশকে রক্ষা করা। তার পদত্যাগের ঘোষণার পর আনন্দ মিছিল করে আন্দোলনকারীরা। বাকিরা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। গেলো ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপ করে দেশটির সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে জনতা। পরে ওই বিক্ষোভ থেকেই দেশটির অর্থনৈতিক সমস্যা, বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী সাদ হারিরি’র পদত্যাগের দাবি জানানো হয়।