অবৈধ দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৮:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সকাল থেকে দিনভর আশুলিয়ার আমতলা এলাকায় এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এলাকাবাসী জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার আমতলা এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। এসময় রাইজারগুলো খুলে নেয়া হয়। গ্যাস লাইনের পাইপগুলো ছিলো অত্যন্ত নিম্নমানের। এছাড়া ওই এলাকার ড্রেস কোয়ালিটি ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।