ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জেতা হলো না বাংলাদেশের
- আপডেট সময় : ০১:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জেতা হলো না বাংলাদেশের। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে ২-১ ব্যবধান সিরিজ জিতে নিলো ভারত।
১৭৫ রানের চাপটা নিতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ১২ রান জমা হতেই উইকেট বিলিয়ে দিয়ে মাঠ ছাড়েন লিটন-সৌম্য। কিন্তু শুরুর এই ধাক্কা খুব ঠান্ডা মাথায় সামাল দেন ওপেনার নাইম শেখ। অপর পাশ আগলে রাখেন মোহাম্মদ মিথুন। এই জুটির ৯৮ রানের লড়াকু পার্টনারশিপ বাংলাদেশকে ম্যাচে অনেকটা সময় জয়ের পথে রেখেছিলো। কিন্তু আশা জাগিয়েও শেষ দিকে সমীকরণটা মেলাতে পারেনি বাংলাদেশ। মিথুন আউট হন ২৭ রানে। আর নাইম শেখ ৪৮ বলে ৮১ রান করে আউট হওয়ায় বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৭ রানে ৬ উইকেট নিয়ে হ্যাটট্রিকের পাশাপাশি দিপক চাহার বিশ্ব রেকর্ড গড়েন। তার আগে নাগপুরে টস হেরে ব্যাট করে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই রোহিতকে আউট করে বাংলাদেশ ব্রেক থ্রু এনে দিয়েছেন শফিউল ইসলাম। আরেক ওপেনার ধাওয়ানও খুব দ্রুত শিকার হন শফিউলের। কিন্তু লোকেশ রাহুল এবং শ্রেয়াসের ঝড়ো হাফ সেঞ্চুরি ভারতকে এনে দেয় সিরিজ জয়ের সংগ্রহ।