ঘূর্ণিঝড়ের কবলে ১০ জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
- আপডেট সময় : ০২:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভোলায় ট্রলার ডুবির ঘটনায় ১০ জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দেশের উপকূলীয় জেলাগুলোর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ভেঙে পড়েছে। এখনও চলছে মেরামত কাজ। সাতক্ষীরায় ৩০ লাখ টাকা ও ১ হাজার বান্ডিল টিন বরাদ্দ পাওয়া গেছে বলে জানায় জেলা প্রশাসক।
ভোলায় মেঘনা নদীতে মাছধরা ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হয়। এরপর দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দি সংলগ্ন ইলিশা-মেঘনা নদীর মোহনায় সোমবার একজনের মরদেহ ভেসে ওঠে। পরে ট্রলারটি উদ্ধার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এ সময় আরো ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।গেলরাতে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরার ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩০ লাখ টাকা ও ১ হাজার বান্ডিল টিন বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তফা কামাল। এ ছাড়া উপকূলীয় এবং দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ২০০ সাইক্লোন সেন্টার নির্মাণের লিখিত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর কথাও জানান তিনি।
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ঝালকাঠিতে ৮১৭টি কাঁচা ঘরবাড়ি ও ৪১৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টি এবং সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বেড়ে তলিয়ে গেছে ৬১৫টি মাছের ঘের ও পুকুর। এছাড়াও ৪১ হাজার ৯৫০ হেক্টর জমির উঠতি আমন, ৫ হাজার ২২০ হেক্টরের অন্য ফসল, ১ হাজার ৪৫০ হেক্টরের শাক সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় গত দু’দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
মৌলভীবাজারে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা তিন দিনের অতিবৃষ্টি ও ঝড়ে কয়েক হাজার হেক্টর জমির কাঁচা-পাকা আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।