জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সম্রাট ও আরমানের বিরুদ্ধে দুটি মামলা
- আপডেট সময় : ০৭:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আলাদা দুটি মামলা করেছে । দুদক সচিব দিলোয়ার বখত জানান, ক্যাসিকাণ্ডের হোতাদের অবৈধ সম্পদের খোঁজে প্রয়োজনে দেশের বাইরে অনুসন্ধান চালাবেন তারা। পাশপাশি অর্থ পাচারের একটি মামলায় পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি।
দেশজুড়ে সমালোচনার ঝড় তোলা ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা যুবলীগ দক্ষিণের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এবং যুবলীগ দক্ষিণের বহিস্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমান। অনুসন্ধানে সম্রাটের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ভোগ-দখল এবং আরমান দুই কোটি সাড়ে ৫ লাখ টাকার অবৈধ সম্পদ ভোগ দখলে রাখার প্রমান পায় দুদক।
পরে ওই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের শেষে অনুসন্ধানের প্রাপ্ত তথ্য গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন দুদক সচিব। তদন্তের প্রয়োজনে বিদেশে অনুসন্ধান চালানো হবে বলে জানান তিনি।
অর্থ পাচার ও সরকারি সম্পদ আত্মসাতের মামলায় পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান মো. দিলোয়ার বখত।