বুলবুলের তান্ডবে মৌলভীবাজারে আমন ফসলের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ১২:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ঘূর্নিঝড় বুলবুলের তান্ডবে মৌলভীবাজারে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে,গোপালগঞ্জে টমেটোসহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উঠতি আমন ধান, কলাগাছ, টমেটোসহ অন্যান্য সবজি ঝড়ের তান্ডবে নষ্ট হয়ে যাওয়ায় লোকসানের আশংকায় রয়েছে কৃষকেরা।
ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবের প্রভাবে মৌলভীবাজার জেলায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল হারিয়ে বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকরা।
এ অবস্থায় কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস না দিয়ে ক্ষয়ক্ষতির বিষয়টি এড়িয়ে গেছে কৃষি বিভাগ। এদিকে, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার কৃষকদের মধ্যে প্রান্তিক চাষিরা বিভিন্ন এনজিও এবং দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাষাবাদ করেছে। তারা পড়েছে বিপাকে।
গোপালগঞ্জে ঝড়ের তান্ডবে উঠতি আমন ধান, কলাগাছ, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় নয় হাজার হেক্টর জমির উঠতি আমন, ৬৭৭ হেক্টর জমির শাক-সবজি ও ৪১ হেক্টর জমির পেপে ও কালাবাগান নষ্ট হয়েছে।
তবে কৃষি বিভাগ বলছে, কৃষকদের পরামর্শ দেয়ার পাশাপশি ক্ষয়ক্ষতির পরিমান হিসাব করা হচ্ছে। ঝড়ে কৃষকদের ক্ষতি কাটাতে সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা কৃষকদের।