সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে না পারলে র্যাবের ভাবমূর্তি ক্ষুন্ন হবে
- আপডেট সময় : ০৮:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে না পারলে জনমনে রেবের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। একইসঙ্গে আলোচিত এই হত্যা মামলায় তদন্তের সবশেষ অগ্রগতি আগামী ৪ মার্চের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার এ মামলার তদন্ত সংক্রান্ত এক রুলের আদেশে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। লিখিত পর্যবেক্ষণে আদালত বলেন, দীর্ঘসময় অতিবাহিত হলেও তদন্তের মাধমে সাগর-রুনি হত্যা মামলার রহস্য উদঘাটন না হওয়া এবং অপরাধীদের চিহ্নিত, গ্রেপ্তার এবং বিচাররের সম্মুখীন না করতে পারা নিঃসন্দেহে দুঃখ ও হতাশার বিষয়। এ মামলায় সন্দেহভাজন হিসেবে আটক তানভীরকে স্বশরীরে হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার অনুমোতি দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে আগামী ৪ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।