রাজধানীসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে আয়কর মেলা
- আপডেট সময় : ০৪:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে আয়কর মেলা। প্রথম দিনে রাজধানীতে প্রায় ৩২৩ কোটি টাকার রিটার্ন জমা দিয়েছেন ৬৩ হাজার করদাতা। আর সারাদেশে রিটার্ন জমা দেয়ার সংখ্যা প্রায় দেড় লাখ। গেল বছরের তুলনায় প্রথমদিনেই আয়কর জমা দাতার সংখ্যা ৪৮ ভাগ বেড়েছে বলে জানান জাতীয় আয়কর মেলার সমন্বয়ক। দ্বিতীয় দিন শুক্রবার সরকারি ছুটি থাকায় জমজমাট আয়কর মেলা।
শুক্রবার ছুটির দিন সকালে কার্যক্রম শুরুর আগেই সরগরম হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। রাজধানীর অফিসার্স ক্লাবে সবগুলো বুথের সামনে লেগে যায় করদাতাদের দীর্ঘ লাইন। তাই দম ফেলার সময় নেই কর বিভাগ সংশ্লিষ্টদের।
এত ভিড়ে আয়কর জমা দিতে এসে কিছু অভিযোগের কথাও জানান কেউ কেউ। প্রতি বছর আয়কর দাতার সংখ্যা বাড়ছে। যা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে জানান জাতীয় আয়কর মেলার সমন্বয়ক। সপ্তাহব্যপি জাতীয় আয়কর মেলা শেষ হবে বুধবার। আগের তুলনায় সচেতনতা বাড়ায় আয়কর মেলার শুরুতেই কর দাতাদের ভিড়ও বেড়েছে।