বাজারে নতুন পেঁয়াজপাতা বিক্রি শুরু হওয়ায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা
- আপডেট সময় : ০৮:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের বাজারে পেঁয়াজের দামের উর্ধ্বগতিতে নাভিশ্বাসের মধ্যে বাজারে নতুন পেঁয়াজপাতা বিক্রি শুরু হওয়ায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা।
দেশের ইতিহাসে এই প্রথম পেঁয়াজের দাম আকাশচুম্বী। সরকারের নানা পদক্ষেপে নিলেও কোন কাজ হচ্ছে না। দিনাজপুরের বাজারে শ্রেণিভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৫০ টাকা। প্রতিনিয়ত দাম বেড়ে যাওয়ায় সরকারের কোন আশ্বাসেই আস্থা নেই ক্রেতাদের। তবে, আরো কঠোরভাবে বাজার মনিটরিং করার দাবী তাদের।
এদিকে, আড়তদাররা বলছেন, বাজারে পেঁয়াজের আমাদানী কম হওয়ায় দাম বেশী । তবে নতুন পেঁয়াজপাতা বাজারে আসতে শুরু করায় দাম কমবে বলে জানান তারা।
পেঁয়াজের দামের উর্ধ্বগতির কারণে বাজারে নতুন করে আসা পেঁয়াজপাতা কিনেই চাহিদা মেটাচ্ছে অনেকেই। প্রতি কেজি পেঁয়াজপাতা বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ৯০ টাকা করে।
পেঁয়াজের বাজার তদারকির মাধ্যমে অচিরেই সহনীয় হবে, এমনটাই প্রত্যাশা সবার।