সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর
- আপডেট সময় : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৭০১ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
সকালে শুনানিশেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা– আসামী সম্রাটকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে সাত দিনের রিমাণ্ডের আবেদন করেন। তবে আসামী পক্ষের আইনজীবীরা রিমাণ্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ জামিনের বিরোধিতা করে রিমাণ্ড মঞ্জুরের প্রার্থনা জানান। উভয় পক্ষের শুনানিশেষে আদালত ছয় দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার দুদক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঢাকায় মামলাটি দায়ের করেন। মামলায় সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গত ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে রেব।