গ্যাস লাইন ও সিলিন্ডার বিস্ফোরণে অকালে ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ
- আপডেট সময় : ০৩:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে একের পর এক গ্যাস লাইন ও সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনায় অকালে ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ। ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদফতরের পক্ষ থেকে নগরবাসীর অসচেতনতাকে দায়ী করলেও সিডিএ বলছে অপরিকল্পিত নগরায়নের ফলেই দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি বাড়ছে। আর টিআইবি বলছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে না পারায় দুর্ঘটনার পুনারাবৃত্তি ঘটছে।
এই দৃশ্য রোববার সকালের। চট্টগ্রামের পাথরঘাটা এলাকার একটি ভবনের নিচতলার গ্যাস লাইনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে ঝড়ে যায় ৭টি তাজা প্রাণ। আহত আরো অনেকে।
এর আগে, ১৭ অক্টোবর এ্যম্বুলেন্সে করে অসুস্থ রোগী নিয়ে যাওয়ার সময় আনোয়ার চাতরি চৌমুহনী এলাকায় ঘটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। এতে ছিন্নভিন্ন হয়ে যায় ৪টি মানবদেহ। গেল দুই বছরের ব্যবধানে এমন অনেক ঘটনা ঘটেছে বন্দরনগরীতে।
ফায়ার সার্ভিস বলছে, সাধারণ মানুষ সচেতন না হলে এ ধরণের দুর্ঘটনা কমানো কঠিন।
সিডিএ বলছে, অপরিকল্পিত নগরায়ন আর উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা না থাকার কারণেই দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম।
টিআইবি বলছে, সেবা প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আইন ভাঙ্গার প্রবণতা বাড়েছ; যা দুর্ঘটনা বাড়ার কারণ।