বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হংকং
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হংকং। তৃতীয় দিনের মতো পলিটেকনিক ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে কয়েকশো বিক্ষোভকারী। ক্যাম্পাস ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এদিকে, বিক্ষোভকারীদের আবারও হুমকি দিয়েছে চীন। হংকং’এর পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে আর সেটি বেইজিং চেয়ে চেয়ে তা দেখবে! এমনটা হবে না বলে জানিয়েছে চীন। পরিস্থিতি দিন দিন আরো বিপজ্জনক হয়ে উঠছে বলে তারা মন্তব্য করেছে। আর বিক্ষোভকারীদের অবশ্যই আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছে হংকং’এর প্রধান নির্বাহী ক্যারি লাম। গেলো তিনমাস আগে প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। সরকার কর্তৃক বিলটি বাতিল হবার পরও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যায়। এটি এখন ধীরে ধীরে স্বাধীনতার আন্দোলনে মোড় নিচ্ছে।