চাকরির বাজারে নতুন ক্ষেত্র তৈরি করেছে সেনা কল্যাণ সংস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
চাকরির বাজারে নতুন ক্ষেত্র তৈরি করেছে সেনা কল্যাণ সংস্থা। সংস্থার বিভিন্ন শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করছেন বহু বেসামরিক লোক। যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেনা কল্যাণ সংস্থার এসকেএস টাওয়ারের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রাজধানীর মহাখালীতে আয়োজিত অনুষ্ঠানে, একই সাথে সংস্থার আরও কয়েকটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সেনা প্রধান। দেশে এবং আন্তর্জাতিক বাজারে সেনা কল্যাণ সংস্থার উৎপাদিত পণ্যের গুনগত মান ধরে রাখার তাগিদ দেন সেনা প্রধান। একই অনুষ্ঠানের মাধ্যমে আরও উদ্বোধন করা হয় এসকে বিজনেস মার্ট এবং চট্টগ্রামের সেনা কল্যাণ ট্রেড সেন্টার ও সেনা কল্যাণ কনভেনশন সেন্টার। অনুষ্ঠানে যোগ দেন, সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।