ইউরো বাছাই পর্বে রাতে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ইউরো বাছাই পর্বে রাতে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তাদের প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দু’টায়। একই সময় মুখোমুখি হবে গ্রুপের আরেক দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও এস্তোনিয়া।
‘সি’ গ্রুপ থেকে এরই মধ্যে মূল পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ও জার্মানি। এবার আলাদা ম্যাচে মাঠে নামছে দু’দল। নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় প্রত্যাশা জার্মানির। পয়েন্ট টেবিলে শীর্ষ রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরো বাছাইপর্বে শেষ ৭ ম্যাচের পরিসংখ্যান হিসেব করলে বোঝা যায় নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে কতটা এগিয়ে জার্মানি। । ৬টিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী জার্মানরা। অন্যদিকে, ৭ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের ৩ নম্বরে নর্দার্ন আয়ারল্যান্ড।