বুলবুলের টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বাগেরহাটে ঘুর্ণিঝড় বুলবুলের টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।
দুর্যোগ প্রবণ হওয়ায় উপকূলীয় জেলা বাগেরহাটে প্রায় প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের শিকার হন এখানকার কৃষকরা। গেলো ১০ নভেম্বর এই জেলায় ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছ। অধিকাংশ জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। আধাপাকা ধান ঘরে তোলা সম্ভব হচ্ছেনা । এছাড়াও অনেক ধান ক্ষেত পানিতে নিমজ্জিত নষ্ট হয়ে গেছে।
জেলা কৃষি বিভাগের হিসাবে, জেলার ৯ উপজেলায় ঘূণিঝড়ে ৩১ হাজার ৮০৩ হেক্টর জমির আমন ধানের ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছে ১ লাখ ২১ হাজার ২০ জন কৃষক ।
তবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, কৃষকদের প্রণোদনা দিয়ে ক্ষতি পুষিয়ে উঠার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।