তিন দিনের মাথায় রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল এর ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
অবশেষে তিন দিনের মাথায় রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল এর ঘোষণা দিয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী বাস টার্মিনালে তিনি এই ঘোষণা দেন। শ্রমিক নেতা জানান, কিছু পরিবহন মালিক সরকারকে বেকায়দায় ফেলে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। কিন্তু মোটর শ্রমিক ইউনিয়ন তা হতে দেবে না। এ সময় তিনি শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান ।তবে এই ঘোষণার পরও রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক হয়নি এখনো। বিভিন্ন রুটে সীমিত সংখ্যক বাস চলাচল করছে।