সবার নজর এখন যুবলীগের নতুন কমিটির দিকে
- আপডেট সময় : ০৩:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
শুদ্ধি অভিযানের মতো বড় ধাক্কার পর সবার নজর এখন যুবলীগের নতুন কমিটির দিকে। পাশাপাশি নেতাদের বয়স সীমা ৫৫ বছর বেঁধে দিলে বাদ পড়বেন অধিকাংশ জেষ্ঠ্য নেতা- যা নিয়ে চলছে অসন্তোষ আর শংকা। আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী শীর্ষ এ সহযোগী সংগঠনের ভার কি এবারও বঙ্গবন্ধুর পরিবারে থাকবে কিনা তা নিয়েও চলছে জল্পনা কল্পনা।
সাত বছর পরে হঠ্যাৎ করেই যেন প্রাণ ফিরে পেয়েছে যুবলীগ। সপ্তম কংগ্রেসকে ঘিরে চাঙ্গা দলীয় কার্যালয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় ব্যানার ফেস্টুন যেমন বর্নিল হয়ে উঠেছে তেমনি বহুদিন পর স্লোগানে মুখর। গ্রুপিং আর চেইন অব কমান্ড ভেঙ্গে পরায় বহুদিন সংগঠন থেকে দূরে থাকা নেতাকর্মীরাও এখন সক্রিয়।
ক্যাসিনো কেলেংকারি ও সংগঠনবিরোধী নানা কাজে যুক্ত থাকায় অব্যাহতি পেয়ে দূরে আছেন সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী ও ও দলের কয়েকজন শীর্ষ নেতা। প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলাম আর সদস্য সচিব হারুণ অর রশিদ সামলাচ্ছেন সম্মেলনযজ্ঞ।
যুবলীগের হারানো গৌরব ফিরিয়ে আনতে নতুন নেতৃত্ব নিয়ে উন্মুখ সবাই। শীর্ষ পদ পেতে মাঠে বর্তমান কমিটির জেষ্ঠ্য নেতারা। সবার দাবি দুর্নীতি, সন্ত্রাস, ক্যাসিনোমুক্ত যুবলীগ।
বয়স ৫৫ বছর বেধে দেয়াকে তরুনরা স্বাগত জানালেও ক্ষুব্ধ জেষ্ঠ্য নেতারা। তারা বলছেন, এই সীমা চূড়ান্ত হলে বাদ পড়বেন অনেক যোগ্য নেতা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক জানান, বয়স সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই।
বয়স সীমার কারণে, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকেও যুবলীগের শীর্ষ নেতৃত্ব আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।