লবন নিয়ে গুজব ছড়িয়ে বাড়ানো হয়েছে দাম
- আপডেট সময় : ০৩:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
লবন নিয়ে গুজব ছড়িয়ে বাড়ানো হয়েছে দাম। তবে প্রশাসনের তদারকি ও বাজার মনিটরিংয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও লাফিয়ে বেড়েছে চালের দাম। গুজব ছড়িয়ে পণ্যমূল্যের অস্থিরতা ঠেকাতে রাজধানীতে কাজ করছে সাতটি টিম। খুচরা বিক্রেতারা চালের দাম নিয়ন্ত্রণে চালকল ও আড়তে নজরদারির দাবি জানিয়েছে।
পেঁয়াজের দাম কমতে শুরু করার পরই হঠাৎ লবন নিয়ে অস্থিরতা। মঙ্গলবার রাজধানীসহ দেশের বেশিরভাগ বাজারে বেড়ে যায় লবন বিক্রি। এক মাসের লবন একদিনেই বিক্রি করেন কোন কোন দোকানদার।
তবে একদিন পরই লবন নিয়ে কাটতে শুরু করেছে আতংক। নিছক গুজব বলে প্রমান হয় লবনের মূল্য বৃদ্ধির।
পণ্যমূল্যের এমন অস্থিরতা প্রতিরোধে মাঠে তৎপর প্রশাসন। বাজারের পণ্যমূল্য তদারাকিতে রাজধানীতে ছয়টি টিম কাজ করছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে, হঠাৎ করে চালের মূল্য বেড়ে যাওয়ায় ভোগান্তিতে খুচরা বিক্রেতারা। তাদের অভিযোগ পর্যাপ্ত মজুদ থাকলেও দাম বৃদ্ধির জন্য দায়ি আড়তদাররা।
তাই চালের মূল্য নিয়ন্ত্রণে চালকল এবং আড়তে প্রশাসনের নজরদারি দাবি জানান খুচরা বিক্রেতারা।