রাজধানীর বায়ু দুষণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৫ নভেম্বর আন্তঃমন্ত্রনালয় সভা আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, রাজধানীর বায়ু দুষণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৫ নভেম্বর আন্তঃমন্ত্রনালয় সভা আহ্বান করা হয়েছে। সভায় বায়ু দুষণের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
সকালে রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় বঙ্গোপসাগর এলাকার স্থানীয় জনসাধারণের সক্ষমতা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ সব কথা বলেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, মুলত ঢাকা সিটির রাস্তা ঘাট এবং খোলা পরিবেশে নির্মান কাজের জন্য পরিবেশ দৃষণ বেশি হচ্ছে। বায়ু দুষণ প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান শাহাব উদ্দিন ।