উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাফা’র দ্বি-বার্ষিক নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন- বাফা’র দ্বি-বার্ষিক নির্বাচন। ঢাকার রাওয়া ক্লাব এবং চট্টগ্রামে হোটেল আগ্রাবাদে একযোগে ভোট গ্রহণ চলে।
দ্বি-বার্ষিক এই নির্বাচনের দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন প্যানেল লিডার কবির আহমেদ আর সচেতন ঐক্য পরিষদের সৈয়দ মোস্তাফিজুর রহমান। বাফার ভোটার ৯৩৬ জন। একজন ভোটার ঢাকার জন্য ১১ জন এবং চট্টগ্রামের ৮ জন প্রার্থীকে মোট ১৯টি ভোট দেন। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এসময় একে অপরের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে খোঁজ খবর নেন। সংগঠনের উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আরো শক্তিশালী করা এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন প্যানেল লিডাররা।