নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি গোষ্ঠি অপপ্রচার চালাচ্ছে
- আপডেট সময় : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি গোষ্ঠি অপপ্রচার চালাচ্ছে, এতে বিভ্রান্ত না হতে দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তিনি। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনিবার্ণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ– সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
এরপর জাতির বীর সন্তানদের ফুলেল ভালবাসায় শিক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিউগলে বেজে ওঠে করুন সুর।
শিখা অনির্বাণের সামনে নিরবে দাঁড়িয়ে থেকে জাতির অগ্নি সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় নিহত এবং অবসরপ্রাপ্তদেরকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
এসময় সেনা প্রধানকে বিশিষ্ট সেবা পদক প্রদক প্রদান করেন শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে -দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে অভিযোগ করেন, জাতির পিতার হত্যার মাধ্যমে বিশ্বে বাংলাদেশ খুনীর দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল।
বিভিন্নসময়ে এক গোষ্ঠি অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি চালাতে চাইছে অভিযোগ করেন সরকার প্রধান। বীর জাতির বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশে কেউই গৃহহারা আর ক্ষুধার্ত থাকবে না জানিয়ে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার ফের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।